ভর্তির নীয়মাবলী: -
1) প্রতিষ্ঠান থেকে ভর্তী ফরম সংগ্রহ করে তার পূরন করে জমা দিতে হবে।
2) দুই কপি রঙিন ছবি জমা দিতে হবে।
3) জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এক কপি ফটোকপি জমা দিতে হবে।
4) পিতা মাতার জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে।
5) আন্তর্জতিক ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট এর রঙিন কপি জমা দিতে হবে।
6) প্রতিটি কোর্সের ভর্তির সময় অবশ্যই কোর্স ফি প্রদান করতে হবে অন্যথায় ভর্তি কনফার্ম করা
হবে না।
7) ভর্তি চূড়ান্ত হয়ে গেলে ছাত্র যদি তার ব্যক্তিগত সমস্যার কারনের ক্লাস না করতে পারে সে ক্ষেত্রে কোর্স ফি ফেরত দেওয়া হবে না। তবে পরবর্তী ব্যাচের সাথে ক্লাস করতে পারবে।
8) ভর্তিকৃত ছাত্ররা এক্সাম না দিলে প্রতিষ্ঠান কোন প্রকার সনদ বা প্রত্যয়ন দিতে বাধ্য থাকবে না।
9) কোর্স চলাকালীন ক্লাস টেস্টের পরীক্ষায় অংশগ্রহন না করলে 500 টাকা জরিমানা দিতে ছাত্র- ছাত্রী বাধ্য থাকিবে।
10) কোর্স চলাকালিন 15 দিন অন্তর অভিভাবকগন অবশ্যই প্রতিষ্ঠানে এসে ছাত্র-ছাত্রীর খোজ খবর নিতে হবে।
11) প্রাকৃতিক সমস্যা কারনে প্রতিষ্টানের কার্যক্রম বন্ধ রাখা হলে পরবর্তী সময়ে ক্লাস করানো হবে এ ব্যাপারে ছাত্র বা অভিভাবক আপত্তি করতে পারবে না।
0 Comments
CGP Bangladesh