আপনাকে বলছি,
অফিস এ্যাপ্লিকেশন কোর্সটি সম্পর্কে বলতে চাই, যারা চাকরি করতে আগ্রহী কম্পিউটার অপারেটর পদে তারা এ কোর্সটি আমাদের কাছ থেকে প্রফেশনাল ভাবে করতে পারেন। তাহলে কম্পিউটার অপারেটর পদে নিশ্চিত অত্যান্ত দক্ষতার সহিত নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। অনেকে আছে যাদের কোর্স করা আছে সনদ ও আছে এ + ও পেয়েছেন অথচ তিনি কম্পিউটার এর সামনে বসলে ভয় পান, অথবা বলেন অনেক দিন প্রাক্টিস নাই তাই বেশি খেয়াল নাই। একটা কথা মনে রাখবেন কোন প্রতিষ্ঠান আপনাকে বসিয়ে বসিয়ে বেতন দিবে না। অবশ্যই আপনাকে দিয়ে তারা কাজ করাবেন বিনিময়ে তারা বেতন দিবেন। তাই আপনার সকল দূর্বলতার পরিসমাপ্তি ঘটাতে পারেন আমাদের কাছে এডভান্স লেভেলের কোর্স করে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ কম্পিউটার অপারেটর। আপনার প্রয়োজনে আমাদের যোগাযোগ ফর্মে ক্লি করে সরাসরি কথা বলুন আমাদের প্রতিষ্ঠানের নাম্বারে।
0 Comments
CGP Bangladesh