দৃস্টি আকর্ষন করছি আপনার:-
আপনাকে বলছি,
আপনি যদি চিন্তা করেন যে আপনি বা আপনার সন্তান এর ক্যারিয়ারে কম্পিউটার এর উপর ক্যারিয়ার গঠন করবেন। তাহলে বলবো প্রতিটি কোর্স ধাপে ধাপে শেষ করবেন এবং কিছু দিন ইন্টারনি করে তারপর কাজ শুরু করবেন, তা না হলে আপনার কম্পিউটারে কাজ কররার সময় অন্যের সাহায্য নিতে হবে। তখণ আপনি প্রফেশনাল হিসেবে নিজেকে পরিচয়ও দিতে পারবেন না বা সেই ভাবে কাজও করতে পারবেন না।
অনেকে কোর্স করে সার্টিফিকেটও আছে ফলাফল ও এ + কিন্তু প্রাক্টিক্যাল যখন কাজে দেওয়া হয় তখন যুগ উপযোগী সঠিক ভাবে কাজ না জানার কারনে তিনি ডিসকলিফাইড হয়ে যান। তাই নিয়ম মেনে কম্পিউটারে ক্যারিয়ার গঠন করুন এবং নিয়ম অনুযায়ী কাজ শুরু করুন। একটা কথা মনে রাখবে। কাজের যোগ্যতা যদি থাকে সঠিক ও শক্ত এবং মজবুত। তাহলে সারা দুনিয়ার যে কোন প্রান্তে আপনার রাজত্ব ও সফলতার রাজ করতে পারবেন, দেখাতে পারবেন।
আর যদি সঠিক কাজ না জানেন তাহলে শুধু শুধু সময় নস্ট, টাকা নস্ট ফলাফল জিরো। তাই যে কোর্স ই করুন না কেন তা অবশ্যই বুঝে শুনে এবং সঠিক ভাবে কোর্সটি করবেন এবং তারপর কাজ শুরু করবেন।
0 Comments
CGP Bangladesh