তোমার জন্য দুঃখ
লেখক- কিশোর------
ফুল হলে না ঘাস হলে না পাহার নদীর ধারে,
জন্ম নিলে মানুষ হয়ে জীবন নদীর পাড়ে,
তোমার কাছে সবার শুধু চাওয়া চাওয়া চাওয়া
অথচ তার কতটুকু যায় বলোতো পাওয়া
বাবার চাওয়া, মায়ের চাওয়া, ভাই বোনেদের চাই,
ছেলে মেয়ের চাওয়া পাওয়ার ঠিক ঠিকানা নাই,
এত চাওয়া চাইয়ের ভিরে উঠছে নাভিশ্বাস
তবুও সবার স্বাধ মিটাবে সবারই বিশ্বাস।
কস্টে তোমার মন ভেঙ্গে যায় তবও বল ভাল
আগ বারিয়ে মধুর হেসে জগত করো আলো।
এমন ভাল থাকার দোষে কেউ বোঝে না কিছু
কস্ট এবং ভূলে পাহাড় নেয় যে তোমার পিছু।
তোমার বুকের কপাট খোলা রক্তে ভাসুক নদী
তোমার দঃখের সাথী সবাই ফুল পাখি জলাধি।
আমি একা
লেখক- এম.আর
আমি একা ভিষন একা
আমার একাকিদ্বের মাঝে,
দীর্ঘ শাষের বসবাস।
হাজার লোকের মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়।
দিন রাত সপ্ন সবই ঘিরে আছে,
আমার অতন্দ্র প্রহরের মত।
তবুও মনে হয় আমি একা,
আমার দেহের রক্ত কনিকায়,
কারো রক্ত বহমান।
আমার রক্তাত্ব চোখে,
কারো স্বপ্নিল চোখ।
আমার ক্ষত বিক্ষত মনে
তোমার ভালোবাসার সর্গবাস।
তোমার শীতল ছায়া,
তবুয়া এই নিষ্ঠ ুর পৃথিবীতে
আজ আমি একা।
আমি যখন একা হেটে চলি,
আমার ছায়া নির্বাকে ভঅবে আমার সাথি হয়্
হঠাৎ করে নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠি।
মনে হয় এই ছায়া অন্য কারো আমার নয়,
তাই আমি একা, ভিষন একা।
0 Comments
CGP Bangladesh