আপনাকে বলছি-
আমাদের মাঝে অনেকেই আছে যারা বলে আমার একটা চাকরি দরকার অথচ তার পড়ালেখা, কাজের দক্ষতা কতটুকু আছে তা যাচাই বাছাই করে না। বেশি বেতনের আশায় বিভিন্ন প্রতিষ্ঠানে জব খুজে বেড়ায়
1. আপনি সার্কুলারটি পেয়েছেন তা কি ভূয়া না সঠিক তা যাচাই বাছাই করুন।
2. আপনি প্রতিষ্ঠানে চাকরি করবেন সে প্রতিষ্ঠান কেমন তা যাচাই বাছাই করুন।
3. আপনি যে পদে আবেদন করবেন সেখানে কি ধরনের অভিজ্ঞতা চেয়েছে সেই যোগ্যতা আপনার আছে কিনা তা সঠিক ভাবে যাচাই বাছাই করুন।
0 Comments
CGP Bangladesh